BARABANI-SALANPUR-CHITTARANJAN

ভানোরাতে JAC এর মিটিং

বেঙ্গল মিরর, বারাবনি থেকে মনোজ শর্মার রিপোর্টঃ বারাবনি ব্লকের
ভানোরা ওয়েস্ট ব্লক কোলিয়ারি তে হয়ে গেল একটি গেট মিটিং পাঁচটি শ্রমিক সংগঠন নিয়ে এই মিটিং টি হয় মূলত কারণ হচ্ছে যে ইসিএলকে বেসরকারিকরণ, কমার্শিয়াল মাইনিং এ পরিণত করার বিরোধিতা ।
উপস্থিত ছিলেন আইএনটিইউসির নরেশ বাউরী
সিআইটিইউ শীতল চক্রবর্তী, স্বপন মুখার্জি,
AITUC শ্যামল চৌধুরী, মুক্তিনাথ দুবে,
BMS বিনোদ সিং, বিজয় সিং, ধনঞ্জয় পান্ডে প্রমুখ ।

Leave a Reply