BARABANI-SALANPUR-CHITTARANJAN

দোমহানি বাজারে বিজেপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন

বেঙ্গল মিরর ,বারাবনি, কৌশিক মুখার্জী:-বারাবনি ব্লকের দোমহানি বাজার সংলগ্ন কাঠ গলার কাছে বুধবার বারাবনি বিধানসভার ভারতীয় জনতা পার্টির একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।এই দিন এই কার্যালয়টি ফিতে কেটে শুভ উদ্বোধন করেন প্রার্থী অরিজিৎ রায়।

এই দিন এই অনুষ্ঠানে যোগ দিতে এসে কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মাত্র কয়েকদিন বাকি নির্বাচনের, সবাই মিলে একত্রিত হয়ে সঠিক ভাবে কাজ করুন এবং দলকে জয়লাভ করান।আপনাদের জন্য এই কার্যালয় করে দেওয়া হলো। তিনি আরো বলেন আমাদের জয় নিশ্চিত কারণ রাজ্যের মানুষ এখন পরিবর্তন চাই।কর্মীদের সুবিধার্থে বারাবনি বিধানসভার মধ্যে এইরকম নির্বাচনী কার্যালয় মোট পাঁচটি তৈরি করা হয়েছে।এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি মন্ডল -১এর সভাপতি সাধন রাউত,কৃষ্ণপদ নাথ গোস্বামী,স্বপন রায়,গৌতম পাণ্ডেও উজ্জ্বল গড়াই সহ আরো অনেকে।

Leave a Reply