আদিবাসী অধ্যুষিত এলাকায় ১০ দিন ধরে প্রচার
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত,পান্ডবেশ্বরঃ পান্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আদিবাসী অধ্যুষিত এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ১০ দিন ধরে প্রচার চালানো হবে। পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি সেই প্রচারের জন্য মঙ্গলবার সচেতনতামূলক গাড়ির উদ্বোধন করেন। বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি এই প্রসঙ্গে বলেন, আদিবাসীদের নিয়ে চারটি বিধানসভায় এই ধরনের প্রচার চলছে। তার মধ্যে পান্ডবেশ্বরও রয়েছে। এই প্রচারাভিযানের এই গাড়ি বিধান সভার বিভিন্ন আদিবাসী মানুষের বাস এমন এলাকায় এই গাড়ি আগামী ১০ দিন যাবে।
সেইসব এলাকায় গিয়ে জনগণের কাছ থেকে তাদের সমস্যা শুনবেন ও দলের বিষয়টি তাদের সামনে রাখবেন বলে তিনি জানান । বিধায়ক বলেন, আদিবাসী সম্প্রদায়ের মানুষের সম্পর্কিত বিষয়গুলি বোঝার চেষ্টা করা হবে। তাদের পক্ষ থেকে দলের হয়ে আলোচনা করা হবে। এই বিধানসভায় ১০ জন নির্বাচিত হয়েছেন যারা এই প্রচারের সঙ্গে থাকবেন। ছাত্র সংগঠনের ব্লক সভাপতিকে গোটা বিষয়টি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রচারের মাধ্যমে আদিবাসীরা এই বিধানসভায় সমাজের অন্য মানুষের সঙ্গে ঘনিষ্ঠ হবেন। তাদের সব সমস্যা সমাধানে দল সক্রিয় ভূমিকা নেবে বলে বিধায়ক বলেন । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, সংজয় য়াদব, মদন বাউরী প্রমুখ।