BARABANI-SALANPUR-CHITTARANJANBengali NewsCOVID 19

করোনা কে পরাস্ত করে সুস্থ হলেন বিধায়ক

বারাবনি, মনোজ শর্মা, বারাবনির ঃ বারাবনির বিধায়ক বিধান উপাধ্য়ায় করোনা কে হারিয়ে বাড়ি ফিরলেন। বিধায়ক গত 22-9-2020 তারিখে করোনা আক্রান্ত হয়েছিলেন ।  তাকে একটি বেসরকারি হসপিটালে ভর্তি করা হয়েছিল আজ উনি করোনা জয় করে বাড়ি জাওয়ার পথে জুবিলি মোড়ে কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করেন।  তাকে অভিনন্দন জানালেন বারাবনি ব্লক প্রেসিডেন্ট অসিত সিং, বারাবনি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিতেন্দ্র কুমার স্থানীয় নেতা নেত্রীরা।

 

Leave a Reply