রানিগঞ্জে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৬ অক্টোবরঃ শ্বশুরবাড়ি থেকে গলায় দড়ি দেওয়া এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সোমবার সন্ধ্যার এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোলের রানিগঞ্জ থানার নিমচা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত বধূর নাম অষ্টমী মল্লিক (২৬)। মঙ্গলবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে ম্যাজিস্ট্রেটের রিপোর্টের ভিত্তিতে বধূর দেহর ময়নাতদন্ত হয়। মৃতার বাপেরবাড়ির তরফে অবশ্য এই ঘটনা নিয়ে পুলিশের কাছে কোন অভিযোগ দায়ের করা হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, সাড়ে ৬ বছর আগে কুলটি থানার শীতলপুরের বাসিন্দা অষ্টমী মল্লিকের সঙ্গে রানিগঞ্জ থানার নিমচার স্বপন মল্লিকের বিয়ে হয়। তাদের দুটি সন্তানও আছে। সোমবার সন্ধ্যায় শ্বশুরবাড়িতে একটি ঘরের মধ্যে অষ্টমীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকেরা। সঙ্গে সঙ্গে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানায়, ঐ গৃহবধূ কোন কারনে মানসিক অবসাদে ভুগছিলেন। সেই কারনেই আত্মঘাতী হয়েছেন। মৃতার বাপেরবাড়ির তরফে কোন অভিযোগ দায়ের করা হয়নি।