ASANSOL

পথ নির্মাণই প্রগতির অভিযান


বেঙ্গল মিরর, অন্ডাল ঃ পথশ্রী অভিযান এর পশ্চিম বর্ধমান জেলা পরিষদের পক্ষ হইতে রানীগঞ্জ বিধানসভার অন্ডাল ব্লকের দক্ষিণখণ্ড গ্রাম পঞ্চায়েতের মধুসূদনপুর কোলিয়ারীতে ২৬ লক্ষ ২ হাজার টাকার ব্যয়ে রাস্তার নির্মাণের শুভ উদ্বোধন
করলেন এডিডিএ চেয়ারম্যান তথা বিধায়ক তাপস ব্যানার্জি।

এই অনুষ্ঠান উপস্থথিত ছিলেন জেলা আরটিএ বোর্ড মেম্বার ভি শিবদাসন দাশ্ত, বিশুনদেব নোনিয়া প্রমুখ। তাপস ব্য়ানার্জি বলেন মুখ্য়মন্ত্রীর নুপ্রেরণায় আজ পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে একসঙ্গে রাজ্য জুড়ে ১২০০০ কিমি রাস্তার পুননির্মাণ ও রক্ষনাবেক্ষনের জন্য গৃহীত প্রকল্প পথশ্রীর এঈ অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *