সালানপুর ব্লকে সাতটি রাস্তার উদ্বোধন
পথশ্রী অভিযানের নবম দিনে
বেঙ্গল মিরর, মনোজ শর্মা, সালানপুর:-
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী অভিযান প্রকল্পের নবম দিনে সালানপুর ব্লকের মোট সাতটি রাস্তার শুভ সূচনা হল।এদিন প্রথমে জিৎপুর
উত্তরামপুর গ্রাম পঞ্চায়েত এর অন্তর্গত রামপুর গ্রামে জেলা পরিষদের ফান্ডে মোট ৩১লক্ষ
৭৬ হাজার টাকা ব্যায়ে রামপুর মোড় থেকে নামকেশিয়া পর্যন্ত মোট তিন কিলোমিটার রাস্তার মেরামতের কাজের সূচনা করে হয়
।তাছাড়া একই পঞ্চায়েতের জিৎপুর গ্রামের আদিবাসী পাড়ায় দেড় লক্ষ টাকা খরচ করে ঢালাই রাস্তার উদ্বোধন করা হয়।
এর পাশাপাশি ফুলবেড়িয়া বলকুন্ডা,আল্লাডি,সালানপুর পাঁচয়েতের পাঁচটি রাস্তার উদ্বোধন করা হয়।
এদিন এই রাস্তার শুভ উদ্বোধন করলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র ও জেলার জুনিয়ার ইঞ্জিনিয়ার সুজাতা ঘোষ,সমাজসেবী ভোলা সিং।উত্তরামপুর জিৎপুর গ্রাম পঞ্চায়েত প্রধান তাপস চৌধুরী, উপপ্রধান বন্দনা মন্ডল যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা পঞ্চায়েত সদস্য সুজিত মোদক সহ সকল সদস্যবৃন্দ ।
এদিন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র জানান মাননীয়া মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পে ১৫ দিনের মধ্যে সালানপুর ব্লকে মত ৩৩ টি রাস্তা নির্মাণের কাজের শুভ সূচনা করে হবে যার মধ্যে আজকের নবম দিনে ব্লকে মোট সাতটি রাস্তার উদ্বোধন করা হয় রাজ্য সরকারের বিভিন্ন তহবিল থেকে।
উত্তরামপুর জিৎপুর গ্রাম পঞ্চায়েত প্রধান তাপস চৌধুরী, উপপ্রধান বন্দনা মন্ডল,বাসুদেব জেমারী পঞ্চায়েতের প্রধান সুশান্ত কুমার মণ্ডল,উপ প্রধান ভরত গিরি,যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা পঞ্চায়েত সদস্য সুজিত মোদক সহ আরো অনেকে।