আসানসোল রাইফেল ক্লাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো ক্রেডাই আসানসোল।
বেঙ্গল মিরর,আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, ১১ অক্টোবরঃ ক্রেডাই ন্যাশানাল অনুমোদিত ” কল্পবৃক্ষ ” কর্মসূচিতে রবিবার আসানসোল রাইফেল ক্লাব চত্বরে বৃক্ষরোপণ করলো ক্রেডাই আসানসোল। ক্রেডাই আসানসোলের অন্যতম সদস্য অনন্ত রেসিডেন্সি এই বৃক্ষ রোপণ কর্মসূচিতে সাহায্য করে। “গ্রিণ আসানসোল, ক্লিন আসানসোল” র লক্ষ্য নিয়েই এই কর্মসূচি বলে উদ্যোক্তারা জানিয়েছন। ছিলেন বুলু ওরফে সুব্রত চট্টোপাধ্যায়, ভিকে ঢল, বিনোদ গুপ্তা ( সম্পাদক, ক্রেডাই আসানসোল) নবনীতা বন্দোপাধ্যায় ( ক্রেডাই আসানসোলের যুব শাখার সম্পাদিকা) ইন্দ্রজিত দে ( ডাইরেক্টর, অনন্ত রেসিডেন্সি) সহ অন্যান্যরা।