ছাত্র সমাজ যোগী আদিত্যনাথের কুশপুত্তলিকা দাহ করল
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল: হাথরাসে নারকীয় ধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ আসানসোল এর রবীন্দ্র ভবনের সামনে প্রতিবাদ সভা করল আসানসোলের ছাত্র সমাজ। আসানসোলের বাসিন্দা এবং রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছাত্র ছাত্রী রা আসানসোল স্টুডেন্টস ইউনিটির ব্যানারে এই সভার আয়োজন করে।সভায় যোগী আদিত্যনাথের কুশপুত্তলিকা দাহ করা হয় এবং মশাল মিছিলের মাধ্যমে ধর্ষণের সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদে সামিল হতে সমাজের সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানানো হয়।