ADPC ৪ জন পুলিস আধিকারিক পেলেন পুলিশ এবং রাষ্ট্রপতি পুলিশ মেডেল
সম্মানিত করলেন পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের চারজন অফিসারকে পুলিশ মেডেল এবং রাষ্ট্রপতি পুলিশ মেডেল প্রদান করে সম্মানিত করলেন পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন।
মেডেল প্রাপকদের মধ্যে
আসানসোল সাউথ ট্রাফিক গার্ড ওসি এসআই তাপস দুবে, রিজার্ভ অফিসার এসআই সুবীর সেন, মুচিপাড়া ট্রাফিক গার্ডের
এএসআই পরীক্ষিত মন্ডল এই ৩ জনকে ২০১৬ সালে মেডেল দেওয়ার কথা ঘোষণা করা হয় এবং
এএসআই বরুন মন্ডল কে ২০১৯ সালে মেডেল দেওয়ার কথা ঘোষণা করা হয় যদিও বরুন পাল বর্তমানে সালুয়া তে সাব ইন্সপেক্টর (এসআই) পদের প্রশিক্ষণ নিচ্ছেন।
এই উল্লেখিত পুলিস আধিকারিকেরকে শুক্রবার পুলিশ কমিশনার মেডেল প্রদান করেন।
শোনা যাচ্ছে, নিয়ম অনুযায়ী চার বছরে যতজন পুলিশ আধিকারিকরা কর্মীদের বেতন দেওয়ার কথা ঘোষণা করা হয় তাদের একসঙ্গে মেডেল প্রদান করা হয়।
২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত চার বছরে আগেই উল্লেখিত এই চারজন আধিকারিক পুলিশ মেডেল পেয়েছেন।
এই মেডেল প্রদান অনুষ্ঠান মূলত কলকাতাতেই অনুষ্ঠিত হয় এবং সেখানে মুখ্যমন্ত্রী অথবা রাজ্যপাল এই মেডেল পুলিশ আধিকারিক বা কর্মীদের প্রদান করেন। কিন্তু করোনার সংকটে এইবার এই অনুষ্ঠান স্থানীয় স্তরে আয়োজিত হয়েছে। পুলিশ কমিশনার সাহসী কাজের জন্য পুলিশ মেডেল এবং অসাধারণ কাজের জন্য রাষ্ট্রপতি পুলিশ মেডেল প্রদান করেন। মেডেল দেওয়ার সঙ্গে সঙ্গেই পূর্ব রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হস্তাক্ষর করা মানপত্র ওই চার পুলিশ আধিকারিককে প্রদান করা হয়।