বার্ণপুরের কিশোরের মৃতদেহ উদ্ধার রানিগঞ্জ থেকে
রেল ব্রিজ থেকে দামোদরে ঝাঁপিয়ে আত্মঘাতি কিশোর
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৩ অক্টোবরঃ রেল ব্রিজ থেকে দামোদর নদীতে ঝাঁপিয়ে আত্মঘাতি হলো এক কিশোর। ঘটনাটি ঘটে রবিবার সকালে আসানসোলের হিরাপুর থানার বার্ণপুরে। পরে রবিবার সন্ধ্যায় রানিগঞ্জ থানার নিমচায় দামোদর থেকে কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়। হিরাপুর থানার বার্ণপুরের রামবাঁধের বাসিন্দা মৃত কিশোরের নাম সুরজ সাউ (১৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, সুরজ সাউ বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলো। রবিবার সকালে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে সে বার্ণপুরে দামোদর নদীর উপরে রেল ব্রিজ থেকে দামোদরে ঝাঁপিয়ে আত্মঘাতি হয়। বাড়ির লোকেরা ঘটনার খবর পেয়ে আসে। পুলিশ কিশোরের তল্লাশি শুরু করে দামোদরে। কিন্তু তাকে পাওয়া যায়নি। পরে সন্ধ্যায় রানিগঞ্জ থানার নিমচায় দামোদর নদীতে এক কিশোরের মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। তাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এলাকায় যায়। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে।
সোমবার সকালে কিশোরের বাবা অশোক সাউ মৃতদেহ এসে সনাক্ত করেন।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, মানসিক অবসাদের কারণেই ঐ কিশোর দামোদর নদীতে ঝাঁপিয়ে আত্মঘাতি হয়েছে।