ASANSOL

আসানসোল ক্লাবের ১০৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সম্ভবত, একজন বিশেষ অফিসার নিয়োগ

এনসিএলটি পাঁচজন প্রাক্তন প্রেসিডেন্টকে নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিল

অ্যাডহক কমিটি ৬০ দিনের মধ্যে নির্বাচন করবে

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়: আসানসোল ক্লাবে সুষ্ঠু ও ন্যায্যভাবে নির্বাচন প্রক্রিয়া পরিচালনার জন্য NCLT একজন বিশেষ আধিকারিক নিয়োগ করেছে। কলকাতার ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে (এনসিএলটি) – তে ক্লাবের সদস্য মনিন্দর কুন্দ্রা এবং অনিল কুমার জালানের দায়ের করা মামলায় আদেশটি এসেছে। এনসিএলটি ১০ আগস্ট ২০২২ এ ক্লাব কর্তৃক জারি করা নোটিশটিকে অবৈধ ঘোষণা করেছে। যাতে ২৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে এজিএম ডাকার কথা জানানো হয়। একই সঙ্গে ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত এজিএম-এ গৃহীত সিদ্ধান্তগুলোও অবৈধ ঘোষণা করা হয়েছে।

Àক্লাবের কয়েকজন সদস্য বলছেন, ক্লাবের ১০৪ বছরের ইতিহাসে এই প্রথম আদালতের হস্তক্ষেপে বিশেষ আধিকারিক( স্পেশাল অফিসার) নিয়োগ করা হলো।এনসিএলটি নির্দেশ দিয়েছে যে অ্যাডভোকেট ঋতব্রত মিত্রকে স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ করা হোক। যার তত্ত্বাবধানে ক্লাবে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পাঁচ সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করা হবে। একই সঙ্গে এই কমিটিতে রাখতে হবে ক্লাবের পাঁচ প্রাক্তন সভাপতিকে।৬০ দিনের মধ্যে অ্যাডহক কমিটিকে নির্বাচন করাতে হবেএ ব্যাপারে আসানসোল ক্লাবের সেক্রেটারি শোভন নারায়ণ বসু কে ফোন করা হলে তিনি বলেন, আমি এখনও অফিসিয়ালি অর্ডার কপি হতে পায়নি। আধিকারিকভাবে অর্ডার কপি হাতে পেলে তখন এই বিষয়ে মতামত দেব। এছাড়া আদালতের রায়কে স্বাগত জানাচ্ছি আমরা আসলে এটাই চেয়েছিলাম। যেভাবে চেয়েছিলাম তাই হয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া হওয়া দরকার এবং সেটাই কাম্য।

Leave a Reply