আসানসোলে প্রত্যয় ও এস এন বোস সায়েন্স ক্লাবের পক্ষ থেকে অভিনব প্রতিবাদ
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত, আসনসোল ঃ আসানসোলের সাংস্কৃতিক সংগঠন, প্রত্যয় ও এস এন বোস সায়েন্স ক্লাবের পক্ষ থেকে আসানসোলের বিএনআর মরে উত্তর প্রদেশ সহ ভারতবর্ষের সর্বত্র ধর্ষণ ও নারী হত্যার প্রতিবাদে এক অভিনব প্রতিবাদ কর্মসূচিতে যোগদান করেন।
আসানসোল শিল্পাঞ্চলের বিশিষ্ট শিক্ষক সমাজকর্মী ছাত্র-ছাত্রী সহ সাধারন মানুষেরা এই সভা থেকে প্রত্যেকেই ধর্ষণের বিভিন্ন ঘটনার প্রতিবাদ করেন o ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয় এবং সমাজ কে মানুষের উপর মানুষের বিশেষ করে নারীদের উপর অত্যাচারের বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করা এবং রুখে দাঁড়ানোর শপথ বাক্য পাঠ করা হয়। মূল বক্তা দীপঙ্কর ভট্টাচার্য বলেন যে সমাজে ধর্ষণ বন্ধ করার জন্য মানুষকেই উদ্যোগ নিতে হবে প্রশাসনকে চাপে চাপ তৈরি করতে হবে এবং সুস্থ সংস্কৃতির চর্চা বড় মানুষের চর্চা করে মানুষের মধ্যে মানুষ গড়ার কাজ মানুষকে করতে হবে।