তৃণমূল কংগ্রেসের আসানসোল দক্ষিণ বিধানসভা শহর ব্লকের বুথ কর্মী সম্মেলন
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৪ অক্টোবরঃ তৃনমুল কংগ্রেসের আসানসোল দক্ষিণ বিধানসভার শহর ব্লকের বুথ স্তরের কর্মী সম্মেলন বুধবার বিকালে অনুষ্ঠিত হলো আসানসোলের উষাগ্রামের অগ্নিকন্যা ভবনে। এই সম্মলনে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি তথা আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি, তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন, আসানসোল দক্ষিণ বিধান সভার বিধায়ক তথা আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়, ব্লক সভাপতি তথা আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ লক্ষ্মণ ঠাকুর, জেলা তৃনমুল কংগ্রেসের অন্যতম কো-অর্ডিনেটর হরেরাম সিং সহ জেলা নেতৃত্ব।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2020/10/FB_IMG_1602690546917-500x375.jpg)
সম্মেলনে জেলা সভাপতি বলেন, মানুষের কাছে গিয়ে আমাদের কাজের কথা বলতে হবে। বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে। তিনি দলের নেতা ও কর্মীদের এলাকায় এলাকায় সংগঠন বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন জেলা সভাপতি জিতেন্দ্র তেওয়ারি।
বিধায়ক তাপস বন্দোপাধ্যায় বলেন, আসানসোলের বিজেপির সাংসদ যে কোন কাজ করেননি, তা দেখলেই বোঝা যাবে।