ASANSOLLatestNewsPolitics

অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের মেম্বার হওয়ার পর অভিজিৎ কে সংবর্ধনা

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল : বুধবার সন্ধ্যায় আসানসোল পৌরনিগমের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের মেম্বার হওয়ার পর অভিজিৎ ঘটকের সমর্থকরা খুশিতে ফেটে পড়ে। প্রচুর ভিড় জমে বাড়ির সামনে। মিষ্টি বিতরণ সঙ্গে সঙ্গে ফটকা , আতশবাজি ফাটানো হয়।

তার সমর্থক ও অনুগামীরা পুষ্পস্তবক অর্পণ করে তাকে স্বাগত জানায় এবং তার পরিবারের সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। অভ্যর্থনা জানানো হয়।
উপস্থিত তৃণমূল কর্মীদের মধ্যে মনোজ রজক, সাধন সিং, রাজা গুপ্তা, মুকেশ ঝা, বিমল জালান, শাগীর কাদরী, বিলাল খান, অজয় যাদব , পিন্টু কর্মকার প্রমুখ।

Leave a Reply