বহুজন বঞ্চিত মহাজোটের আন্দোলনকে তরান্বিত করতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে
বেঙ্গল মিরর, রাজ্য ব্যুরো, ১৫ অক্টোবর: আগামী ১১নভেম্বর পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী আরপিআই এর জাতীয় সভাপতি রামদাস আঠওয়ালে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে বেশ কিছু ছোট ছোট পার্টি ও আরজেএসপির সাথে আরপিআই এর একটি জোট গঠন করা হয়েছে যার নাম বহুজন বঞ্চিত মহাজোট।
এই জোট পশ্চিমবঙ্গের জল জঙ্গলের আন্দোলন ও আদিবাসী মহিলাদের সম্মান রক্ষার জন্য লড়ছে।সেই আন্দোলনকে আরো তরান্বিত করতে ও ২০২১ এর বিধানসভা ভোটে যাতে জল জঙ্গলের আন্দোলন আরো শক্তিশালী হতে পারে তার জন্যই রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী।