DURGAPUJA উপলক্ষে বারাবনিতে শাড়ি বিতরণ
বেঙ্গল মিরর, বারাবনি থেকে মনোজ শর্মা রিপোর্ট









DURGAPUJA উপলক্ষে বারাবনিতে শাড়ি বিতরণ
বারাবনি ব্লকের দোমোহানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চরণপুর আর ফরিদপুর গ্রামে আজ টিএমসির পক্ষ থেকে প্রায় 500 শাড়ি বিতরণ করা হলো গরিব মানুষের হাতে উপস্থিত ছিলেন বারাবনি ব্লক প্রেসিডেন্ট অসিত সিং, সন্তোষ সিং নিমাই মিত্র বারাবনি পঞ্চায়েত সমিতির সদস্য সুলেখা বাউরী প্রমুখ।




অন্যদিকে বারাবনি
সংকল্প সেবা সমিতি পক্ষ থেকে চরণ পুর মোড় মালিপাড়া ছোট-বড় মহিলা বাচ্চা তাদের হাতে বস্ত্র তুলে দিলেন সংকল্প পক্ষ থেকে আজ দমহানি বাজারে একটি বেসরকারি প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানটি হল প্রত্যেকের মুখে মাক্স স্যানিটাইজার ব্যবহার করে সামাজিক দূরত্বকে মাথায় রেখে এই অনুষ্ঠানটি শেষ হল উপস্থিত ছিলেন বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মন্ডল বারাবনি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুকুমার সাধু দমহানি প্রাইমারি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শিবনাথ চক্রবর্তী নাট্য সেনার প্রদীপ সাধু প্রমুখ।
