রসুলপুরে শাড়ি বিতরণ করল তৃণমূল
বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি :



বারাবনি ব্লক
রসুলপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ রসুলপুর দুর্গা মন্দিরে প্রায় সাড়ে 400 মহিলাদের হাতে শাড়ী বিতরন করা হল। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি অসিত সিং, জামগ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত, উপপ্রধান ময়না মুর্মু ,সোহাগী টুডু ,উদ্যোক্তাদের নাম দীনবন্ধু মাঝি গৌতম পাল পরিমল ঘোষ অর্জুন পাল প্রমুখ।
