সমাজসেবী সংস্থা “ইচ্ছেডানা” – র আদিবাসী মহিলা এবং বাচ্চাদের মধ্যে বস্ত্র বিতরণ
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : সমাজসেবী সংস্থা “ইচ্ছেডানা” কয়েক বছর ধরে বিভিন্ন ভাবে মানুষের সেবা করে আসছে। গতবছর পুজোর আগে তারা দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করেছিলো। এই বছর করোনা মহামারী পরিস্থিতিতে
দুস্থ মানুষদের সাহায্য করার দুর্গাপুজোর প্রাক্কালে তারা লালবাংলা অঞ্চলে রামপাড়া নামক আদিবাসী এলাকার মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করে। এরই সঙ্গে বাচ্চা শিশুদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসানসোল উত্তর ২ তৃণমূল কংগ্রেস এর সভাপতি এবং সমাজসেবী উৎপল সিনহা।
তিনি সমাজসেবী সংস্থা “ইচ্ছেডানা”র প্রভূত প্রশংসা করেন ও পরবর্তী সময় উদ্ভূত পরিস্থিতিতে সাহায্যের প্রতিশ্রুতি দেন।



