RANIGANJ-JAMURIA

এক গুচ্ছ কর্মসূচি রূপায়ণ করা হলো রানীগঞ্জে

বেঙ্গল মিরর, দীপ ব্যানার্জি, রানীগঞ্জঃ মঙ্গলবার এক গুচ্ছ কর্মসূচি রূপায়ণ করা হলো রানীগঞ্জ শহর অঞ্চলে যার মধ্যে অন্যতম হলো গরীব দুঃস্থ অসহায় মানুষদের বস্ত্র বিতরণ। প্রথমেই এদিন রানীগঞ্জের সীতারাম জি ভবন প্রাঙ্গণে আসানসোল কর্পোরেশন এর মেয়র তথা ডাইরেক্টর জিতেন্দ্র তিওয়ারি উপস্থিতিতে প্রায় 500 জন গরীব দুঃস্থ অসহায় রাতে রামকুমার খৈতান শিক্ষা সদন ট্রাস্টের পক্ষ থেকে নতুন বস্ত্র তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। এক্ষেত্রে মেয়র রানীগঞ্জ শহরের সকল স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের এ ধরনের সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণের জন্য সাধুবাদ জানান। তিনি নিজেকে উদ্ধৃত করে জানান তাদের মতন মানুষজন রাজনৈতিক স্বার্থ নিয়ে কাজকর্ম করে থাকলেও রানীগঞ্জের সমাজসেবী সংস্থাগুলি শুধুমাত্র মানুষের মনে অল্প একটু আনন্দ দেওয়ার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি গ্রহণ করে যা সত্যিই অতুলনীয়।

সেখানেই রানীগঞ্জের স্টেশন সংলগ্ন তিলক রোড থেকে কুমোর বাজার যাওয়ার রাস্তার থেকে শুরু হয়ে রানীগঞ্জ বাসস্ট্যান্ডের মিনিবাস অফিস লাগোয়া স্টেশন চত্বরে যাওয়ার রাস্তা কে নতুন নামকরণ করা হয় রানীগঞ্জের বিশিষ্ট সমাজসেবী তথা ভারত বিকাশ পরিষদের সংরক্ষক রাম অবতার বাজোরিয়া নামে। দীর্ঘদিন ধরেই তিনি এলাকার অসহায় বৃদ্ধদের সহায়তা, গরিব-দুঃখী দীন-দরিদ্রদের সহায়তা, রানীগঞ্জ বিবেকানন্দ সেবা কেন্দ্র আশ্রমের বিধবা মহিলাদের সহায়তা ও ছোট বাচ্চাদের পড়াশোনা উপযোগী সামগ্রী প্রদানের সাথেই কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ প্রদানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন। এছাড়াও রানীগঞ্জ মারওয়াড়ি রিলিফ সোসাইটি হাসপাতালে তিনি অসহায় মানুষদের সুস্থতার জন্য চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিলেন সেই বিষয়টি নজরে রেখে এবার আসানসোল কর্পোরেশনের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ওই রাস্তার নামকরণ বিশিষ্ট সমাজসেবী রাম অবতার বাজোরিয়া র নামে নামকরণ করলেন বলেই জানান তার বক্তব্যে।

একইভাবে দিন রানীগঞ্জের মারওয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালে নূতন লেবার রুম, রোগীদের খাবারের জন্য রান্নাঘর ও অর্থোপেডিক অপারেশন থিয়েটারের উদ্বোধন করলেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি, এই সকল অনুষ্ঠান গুলিতে বিশেষভাবে উপস্থিত থাকতে দেখা যায় রানীগঞ্জ বোরোর অ্যাডমিনিস্ট্রেটর পূর্ণশশী রায়, রানীগঞ্জ ইন্সপেক্টর ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী রাজেন্দ্র প্রসাদ খৈতান হর্স খৈতান ওম বাজোরিয়া প্রমূখ কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *