দেশজুড়ে সরকারি সংস্থা গুলি অচল হয়ে পড়েছে
কেন্দ্রীয় সরকারের বিলগ্নীকরণ নীতির কারণে
বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি: কেন্দ্রীয় সরকারের বিলগ্নীকরণ নীতির কারণে আজ গোটা দেশজুড়ে সরকারি সংস্থা গুলি অচল হয়ে পড়েছে। শুধু তাই নয় দিনের পর দিন সরকারি কর্মচারীদের কাজের পরিমাণ কমিয়ে দিয়ে কর্তৃপক্ষ ক্রমশই কর্মচারীদের বিকল করে দেওয়ার এক চক্রান্ত চালিয়ে যাচ্ছেন। আজকের দিনে সরকারি কর্মচারীরা কাজ করতে চাইলেও তারা কাজ করতে পারছেন না। ক্রমশই তাদের কাজের আয়ু কমিয়ে দেওয়া হচ্ছে। এমনই ঘটনা ইসিএলের সালানপুর এরিয়ার মোহনপুর কোলিয়ারি তে ঘটছে।
মোহনপুর কোলিয়ারি ডিপার্টমেন্টাল প্রোডাকশন বন্ধ করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে ম্যানেজমেন্ট
ইসিএল ম্যানেজমেন্ট দিনের পর দিন কোলিয়ারি গুলিকে প্রাইভেট মালিকদের হাতে তুলে দেওয়ার জন্য সরকারি কর্মচারীদের কাজ বলপূর্বক বন্ধ করে দিতে চাইছে। কয়েকদিন ধরে মোহনপুর কোলিয়ারি ডিপার্টমেন্টাল প্রোডাকশন বন্ধ করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে ম্যানেজমেন্ট।
এই ঘটনার আভাস পেয়ে মোহনপুর কোলিয়ারি এর সমস্ত ওয়ার্কার এরা যৌথ উদ্যোগে সমস্ত ট্রেড ইউনিয়ন গুলিকে একত্রিত করে ।লড়াই সিদ্ধান্ত নেই কিছুদিন ধরেই মোহনপুর কোলিয়ারি ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে বলা হচ্ছে যে কোলিয়ারি তে ডিপার্টমেন্টাল চালাবার জন্য কোনো জমি নেই।
কিন্তু আজ থেকে 1 বছর আগে মোহনপুর কোলিয়ারি একটি গোটা গ্রাম কে উচ্ছেদ করেছিলেন যার নাম পাহাড় গড়া এবং তারও কিছু বছর আগে মোহনপুর গ্রাম কে উচ্ছেদ করেছিলেন মোহনপুর কোলিয়ারি ম্যানেজমেন্ট সব মিলিয়ে একরের পর একর জমি পড়ে রয়েছে কিন্তু ম্যানেজমেন্ট সেইজমিক গুলিকে ডিপার্টমেন্টাল কাটতে দিতে চাইছেন না। তারা শুধু চাইছি প্রাইভেট মালিকের হাতে এই জমি গুলিকে তুলে দিতে।
তাই আজ মোহনপুর কোলিয়ারি সমস্ত ট্রেড ইউনিয়ন গুলি ওয়ার্কার একত্রিত হয়ে সমস্ত সেন্ট্রাল ট্রেড ইউনিয়নের নেতাদেরকে নিয়ে মোহনপুর ওয়াকসপ এর একটি মিটিং করেন। যার মধ্যে এইচ এম এস এর জেনারেল সেক্রেটারি শিবকান্ত পান্ডে বলেন যে এই বিষয় নিয়ে আমরা লড়াইয়ের ময়দানে নামবো জায়গা জমি থাকা সত্ত্বেও ম্যানেজমেন্ট চক্রান্ত করে সমস্ত বারকার কে বিকল করে দেওয়ার যে নোংরা পরিকল্পনা করছে তার জন্য আমরা জয়েন্ট একশন কমিটি পক্ষ থেকে লড়াইয়ের নামবো।
এই বিষয় নিয়ে আজকেই ইসিএলের উচ্চপদস্থ অফিসার দের সঙ্গে বৈঠক করে জানার চেষ্টা করব কেন তারা এই রূপ কাজ করছেন। আরো এই বিষয়ে এ আই টি ইউ সির জয়েন্ট সেক্রেটারি আর ,সি সিং বলেন যে ম্যানেজমেন্টের এই নোংরা চক্রান্তের জবাব আমরা দিব সমস্ত ওয়ার্কার কে নিয়ে আমরা বৃহৎ থেকে বৃহত্তরআন্দোলন করবো ।
আজ আমরা জয়েন্ট একশন কমিটির পক্ষ থেকে ইসিএলের হেডকোয়ার্টার ডাইরেক্টর পার্সোনাল এর কাছে এই বিষয়ে জানতে চাইবো। আজকের মিটিং এর উপস্থিত ছিলেন সি,আই, টি, ইউ জেনারেল সেক্রেটারি মোহন চৌধুরী সুজিত ভট্টাচার্য মোহনপুর কোলিয়ারি এইচ এম এস এর ইউনিট সেক্রেটারি প্রলহাদ শর্মা সালানপুর এরিয়া এরিয়া সেক্রেটারি এইচ এম এস অসীম কুমার নাগ এ আই টি ইউ সির অরগানাইজ সেক্রেটারি শৈলেন্দ্র সিং প্রেসিডেন্ট উৎপল দাস এ আই টি ইউ সির ডাবর কোলিয়ারি ইউনিট সেক্রেটারি রাজেশ সিং সি আই টি ইউ মোহনপুর কোলিয়ারি ইউনিট সেক্রেটারি দিলীপ কড়া সহ আরো অনেকে।