রামকৃষ্ণ মিশনে কুমারী পুজো হচ্ছে না
বেঙ্গল মিরর, রাজা ব্যানার্জি, আসানসোল : আসানসোল রামকৃষ্ণ মিশনে এবার দুর্গা পুজোয় কুমারী পুজো হচ্ছে না। মিশনের প্রধান সোমাত্মানন্দ মহারাজ জানান এই প্রথম এখানে দুর্গাপূজো শুরু হওয়ার পর করোনার কারণে কুমারী পুজো স্থগিত রাখা হল। বেলুড়মঠে ১৯০১ সালে স্বামী বিবেকানন্দ অষ্টমীর দিন কুমারী পূজার প্রচলন করেছিলেন। এরপর থেকেই আশ্রমের বিভিন্ন জায়গায় দুর্গাপুজোর সাথে কুমারী পুজো ক্রমশ ভক্তদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছিল।
আসানসোল শিল্পাঞ্চলে প্রতিবছর কুমারী পূজা দেখতে হাজার হাজার মানুষ ভীড় করতেন। এবার স্বাস্থ্যবিধি মেনে শুধু কুমারী পুজো হচ্ছে না তাই নয়, রামকৃষ্ণ মিশনের দুর্গাপুজোর বেশ কিছু ক্ষেত্রে একাধিক নিয়ম ঘোষণা করা হয়েছে। কুমারী পূজার দিনে আশ্রম বসে যে প্রসাদ খাওয়ার বিষয় ছিল এবার তাও বাতিল করা হয়েছে ।
তিনি জানান সামাজিক দূরত্ব বিধির কথা মাথায় রেখেই এবারে পুষ্পাঞ্জলীও করোনার সৌজন্যে বাতিল করা হয়েছে। আর বসে প্রসাদ খাওয়ার কোন রকম ব্যবস্থা থাকছে না মিশনে ।গেটের কাছে শুকনো প্রসাদ দেওয়া হবে বলে তিনি জানান। মহারাজ বলেন সকাল আটটা থেকে দুপুর একটা টা পর্যন্ত এবং দুপুর সাড়ে তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত প্রতিমা দর্শন করা যাবে। শুধু তাই নয় যারা প্রতিমা দর্শন করতে আসবেন তাদের অবশ্যই মাস্ক পড়ে আসতে হবে এবং দূরত্ব বজায় রেখেই প্রতিমাকে প্রণাম করে চলে যেতে হবে। অষ্টমীর দিন বিবেকানন্দ যেভাবে মা সারদা কে জ্যান্ত দুর্গা রূপে ১০৮ টি পদ্ম দিয়ে পুজো করে ছিলেন সেভাবেই কুমারী পূজা এখানে হত।
আগে মিশনের অডিটোরিয়াম দুর্গাপুজো হত। এবার তা বদল করে নাটমন্দিরে মন্ডপ করে মায়ের পুজো হবে ।প্রতিমা তৈরীর কাজ চলছে । মুখে মাস্ক পরে মাকে প্রণাম করে আশ্রমের ভক্তদের ফিরে যেতে হবে । যাবার সময় এখানকার প্রধান গেটে যে শুকনো প্রসাদের প্যাকেট বিলি করা হবে তা নিয়ে যেতে হবে। তবে যেহেতু কুমারী পূজার আকর্ষণে বহু দূর দূরান্ত থেকে মিশনের ভক্তরা আসানসোলে আসতেন ,এমনকি বহিরাগত বহু প্রাপ্তন ছাত্র যারা বাইরের রাজ্যে থাকেন তাদের কাছেও মিশনের পুজোর অন্যতম আকর্ষণ ছিল কুমারী পুজো ।
কুমারী পুজো স্থগিত হওয়ায় অনেকেরই মন খারাপ
স্বাভাবিকভাবেই এবার কুমারী পুজো স্থগিত হওয়ায় অনেকেরই মন খারাপ বলে জানান আশ্রমের ঘনিষ্ঠ সুদীপ রায় থেকে শুরু করে শিলা মুখোপাধ্যায়রা। সুদীপ বলেন মন খারাপ হলেও মানুষকে বাঁচানোর স্বার্থে এই নিয়ম মেনে নিতেই হবে।