ERWWO পোশাক বিতরণ করল স্ব-শক্তি হোমের আবাসিকদের মধ্যে
বেঙ্গল মিরর, রাজা ব্যানার্জি, আসানসোল: মহাপঞ্চমীর দিনই স্ব-শক্তি হোমের আবাসিকরা পেয়ে গেল পুজোর নতুন পোষাক ৷ ইষ্টার্ণ রেলওয়ে উইমেনস ওয়েরফেয়ার অর্গানাইজেশন এর (ERWWO) তরফ থেকে এইদিন আসানসোল ইসমাইলে অবস্থিত আবাসিক এই হোমের ৩০ জন দুঃস্থ বালিকা এবং মহিলাদের হাতে শালোয়ার-কামিজ এবং চুড়িদার তুলে দেন ৷ এছাড়াও দেড় বছরের এক শিশুও আছে ৷
সংস্থার প্রেসিডেন্ট এবং আসানসোল ডি আর এম সুমিত সরকারের সহধর্মিনী শ্রীমতি স্মিতা সরকার স্ব-শক্তি হোমে আজ সকালে নিজেই এসেছিলেন ৷ তিনি বলেন, আমরা গতবছরও এই অসহায় মেয়েদের পুজোর পোষাক উপহার দিয়েছিলাম ৷ এবারও শিক্ষক বিশ্বনাথ মিত্রের আবেদনে আমরা সাড়া দিতে পেয়ে আনন্দিত ৷
সংস্থার ভাইস প্রেসিডেন্ট শ্রীমতি অলকা মিনা বলেন, ই. আর. ডব্লু. ডব্লু.ও সারাবছর সমাজের বিভিন্ন জনহিতকার কাজে নিজেকে জড়িয়ে রাখে ৷ বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোয় আমরা কিছু মানুষের মুখে যে হাসি ফোটাতে পারলাম সেটি আমাদের পাওনা ৷ সেক্রেটারী শ্রীমতি নিশা সিনহা জানালেন, স্ব-শক্তি হোমের যে কোন প্রয়োজনে আমরা আগামীদিনেও থাকব ৷
এইদিন মোট ৩০ জন মহিলা আবাসিককে নতুন শালোয়ার-কামিজ, চুড়িদার এবং শাড়ি তুলে দেওয়া হয় ৷ তাছাড়াও ৫০ কেজি আঠার প্যাকেটও হোমকে সংস্থার পক্ষ থেকে প্রদান করা হয় ৷
ই. রেলওয়ে হায়ার সেকেণ্ডারী স্কুলের শিক্ষক বিশ্বনাথ মিত্র জানালেন, এই হোমের মহিলারা শুধু অভাবী তাই নয়, জীবনে নানা নিপীড়নের শিকার হয়ে এখানে আশ্রয় নিয়েছে ৷
তাদের জন্য সমাজদরদী স্মিতাদেবীর মত মানুষের বড় দরকার ৷
হোমের কর্ণধার সেরিনা মন্ডল বলেন, এই হোমে সরকারী অনুদান যেটুকু আসে তাতে অন্ন ও বাসস্থান ছাড়া অন্য কিছুর সংস্থান তেমন জোটে না ৷ সেই প্রেক্ষিতে ই. আর. ডব্লু. ডব্লু. ও এর পুজোর এই উপহার মেয়েদের মনে শরতের কাশফুল ফুটিয়ে দিল ৷
এদিকে বর্ণালী. সালমা, মামনীরা পুজোর নতুন পোষাক পেয়ে খুব খুশি ৷ মনিকা সাহিস নামে এক মহিলা জানালেন তারা এইসব নতুন শালোয়ার-কামিজ, শাড়ি পরে পুজোয় ঠাকুর দেখতে যাবে ৷
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার ইন্সপেক্টর মনীশ রজক, রেলকর্মী যশপাল এবং চাইল্ড লাইনের অফিসার সাইনুর তরফদার