ASANSOLBengali NewsFEATUREDधर्म-अध्यात्म

আসানসোলর সব চেয়ে পুরানো সার্বজনীন দুর্গাপূজা

আসানসোল আদি দুর্গা বাড়ী পূজা সমিতির পুজোর এবার ৯৮ তম বর্ষ

বেঙ্গল মিরর, আসানসোল: আসানসোলর সব চেয়ে পুরানো সার্বজনীন দুর্গাপূজা।

আসানসোল শহরে প্রথম সার্বজনীন দুর্গাপূজার সূচনা হয় ১৯২৩ সালে। বর্তমান মন্দির প্রাঙ্গণে নয়, পূজো হয়েছিল জি, টি রোডের ধারে, যেখানে চন্দ্র এ্যান্ড সন্স ইত্যাদি দোকান আছে। কয়েকবার ওখানে পূজো হওয়ার পর তৎকালীন বৃটিশ সরকারের খাসমহল জায়গায় পূজোর অনুমতি না পাওয়া গেলে পূজো মন্ডপ পরিবর্তিত হল বর্তমান Eastern Railway Girls’ School এর সামনে।

পুরানো সার্বজনীন দুর্গাপূজা
এইবারের দেবীপ্রতিমার ছবি

তারপর হসপিটাল রোড ( সমীরন মিত্র রোড) ও জি টি রোডের সংযোগস্থলে কালীবাড়ীতে পূজো হয় দু – এক বছর।
১৯৩৭ সালে বর্তমান রাহা লেনে পূজো মন্দিরের জায়গা কেনা হয়। জমি হল, কিন্তু পাকা কাঠামো নেই। সেই অসুবিধা দূর করার উদ্দেশ্যে কমিটির সন্মতিক্রমে ডা:অতুল চন্দ্র লাহিড়ী মহাশয় নিজ ব্যয়ে ঐ জমিতে পূজো মন্ডপ ও সামনের বারান্দা নির্মাণ করিয়ে দেন। ১৯৭০ এবং ১৯৭২ সালে যথাক্রমে সামনের নাটমন্দির ও পিছনের ভোগগৃহ নির্মিত হয়েছে। সম্প্রতিকালে হয়েছে আরও কিছু উন্নয়নমূলক কাজ হয়েছে।

আদি দুর্গা বাড়ী পূজার বৈশিষ্ট্য হল এখানে সাবেকীভাবে নিয়মনিষ্ঠা মেনে সকলকে নিয়ে অত্যন্ত কম খরচে দুর্গা, লক্ষ্মী, কালী, সরস্বতী, অন্নপূর্ণা, রামনবমী ও হনুমানজীর ইত্যাদি পূজো অনুষ্ঠিত হয়।
দুর্গাপূজোর সময় সান্ধ্য কালীন আরতি এখানে দেখবার মতো হয়। স্থানীয় বাসিন্দারা এখানে সবাই পূজা অর্চনায় অংশগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *