মহাসপ্তমী : নবপত্রিকা আনা হল
বেঙ্গল মিরর, মনোজ শর্মা,বারাবনি : বারাবনি ব্লকের পানুরিয়া বাজার সার্বজনীন দূর্গাপুজা আজ সকাল সাড়ে ছটার সময় নবপত্রিকা আনা হয়। একটি পুকুর থেকে এবং এতে দেখা গেল প্রত্যেকে মাস্ক এবং লাইনে দাঁড়িয়ে তাদের কে স্যানিটাইজার ব্যবস্থা করে নবপত্রিকা মন্দিরের ভেতরে প্রবেশ করা হলো পুজো উদ্যোক্তারা জানালেনআমাদের যা যা গাইডলাইন দেয়া হয়েছে প্রত্যেকটা মেনে কিন্তু আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করাচ্ছে পূজা উদ্যোক্তার নাম
সুপ্রতিম রায়,
সুরেশ সাউ, গোলক মিত্রা, প্রকাশ প্রমুখ।




