আসানসোল ও বারাবনিতে পুজোর উদ্বোধন
বেঙ্গল মিরর, আসানসোল: আসানসোল ট্র্যাফিক রেল কলোনীর সার্বজনীন পুজোর শুভ উদ্বোধন করলেন ডিআরএম (DRM) সুমিত সরকার মহাশয় ৷ উপস্থিত সেক্রেটারী রাম ঘোষ, ভানু বোস, শংকর বোস ছাড়াও প্রমুখ গুণীজন ৷




বারাবনি থেকে মনোজ শর্মা রিপোর্ট
বারাবনি ব্লকের চরণপুর তিন নম্বর সার্বজনীন দুর্গোৎসব আজ ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য Asit Singh এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ পূজা মাড্ডি জাম গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশিষ্ট সমাজসেবী জয়ন্ত রায় পূজা উদ্যোক্তার ঈশ্বর পাশওয়ান, দাসকেয়ারি সার্বজনীন পুজোর ও উদ্বোধন করেন অসিত সিং মহাশয়।
