ASANSOLASANSOL-BURNPUR

প্রতিমা নিরঞ্জনের ঘাট পরিদর্শন করেন এসিপি, সিআই এবং ওসি

মানুষের সুরক্ষার স্বার্থে আসানসোল বিসি কলেজের পার্শ্ববর্তী এলাকায়

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
করোনা পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ মত অনেকটা নিয়ন্ত্রিত রেখে সমস্ত বিধি মেনেই অনেকটা জৌলুসবিহীন ভাবেই পালিত হল দুর্গাপূজা ২০২০। আসানসোল এর ব্যতিক্রম নয়।এই পরিস্থিতিতে নবমীর দিন রাতে আসানসোলের বিধান চন্দ্র কলেজের পাশেই পুকুরের চারিপাশে দশমী ও দশমী পরবর্তী দিনে প্রতিমা নিরঞ্জনের আয়োজন এবং সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হীরাপুর জোনের নতুন দায়িত্বপ্রাপ্ত এসিপি মানব সিংঘলা,আই পি এস, হীরাপুরের সিআই শিবনাথ পাল, হীরাপুর থানার ওসি সৌমেন্দ্র সিংহ ঠাকুর এবং পুলিশের টিম।

এদিকে পুলিশের পক্ষ থেকে বল হয়, করোনা পরিস্থিতিতে হাই কোর্টের নির্দেশ মতই সুরক্ষা বিধি মেনেই প্রতিমা নিরঞ্জনের সমস্ত ব্যবস্থা করা হয়েছে।

মাস্ক , স্যানিটাইজার এর ব্যবহার অপরিহার্য এবং দূরত্ব বিধি মেনেই প্রতিমা নিরঞ্জন করা হবে। পুলিশ সবসময় করোনা মোকাবিলায় বদ্ধপরিকর এবং মানুষের পাশে যেকোনো অসুবিধায় পুলিশ রয়েছে। পুলিশের ক্যাম্প প্রতিবারের মত বিসর্জনের ঘাটে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *