আসানসোলে বিসর্জনে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির
রবিউল ইসলাম এবং তার অনুগামীদের
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোলে বিসর্জনে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির।নবরাত্রির ৯ দিন পর অবশেষে মা দুর্গার বিদায়ের সময় চলে এল। সোমবার পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের মতো প্রতিমাগুলিও দুর্গাপূজার পরে আসানসোলে বিভিন্ন ঘাটে প্রতিমা নিরঞ্জন করার ব্যবস্থা করা হয়।
এসময় আসানসোল শহর থেকে একটি অনন্য চিত্র বেরিয়ে আসে যখন তৃণমূল কংগ্রেসের প্রবীণ মুসলিম নেতা রবিউল ইসলাম নিরঞ্জন প্রক্রিয়ার দায়িত্ব গ্রহণ করেন। আশ্রম মোড়ের কাছে “পাম্পু তালাও” ঘাটে রাত পর্যন্ত তাকে দেখতে পাওয়া যায়।
আসানসোল কর্পোরেশন এবং পুলিশ প্রশাসন কর্তৃক পরিচালিত এই দুর্গার মূর্তি নিরঞ্জনের লাগাম রবিউল ইসলাম নিজে হাতে নিয়েছিলেন। রবিউল ইসলাম, যিনি এক সময় আসানসোল কর্পোরেশন বোর্ডের মেয়র ইন কাউন্সিল সদস্য ছিলেন, কেবল প্রতিমা নিরঞ্জনে উপস্থিত হওয়া থেকে পুলিশ এবং পৌর কর্তৃপক্ষের সাথে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন বলে নয় , তিনি তাঁর তত্ত্বাবধানে পুরো প্রক্রিয়াও পরিচালনা করেন। মোট প্রায় ২১ টি মূর্তি নিরঞ্জন কর হয় ‘পামপু তালাও” ঘাটে।
একই সঙ্গে করোনা ভাইরাস সংক্রমণ যাতে কারও মধ্যে ছড়িয়ে না যায় সে জন্য পৌরসভা কর্তৃক বারবার সানিটাইজেশন কাজও করা হয়।