খিচুড়ি ভোগ বিতরন চরনপুরে
বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি:
বারাবনি ব্লকের
চরণপুর তিন নম্বর সর্বজনীন দুর্গাপূজা যেটা প্রায় 100 বছরের পুরনো প্রতিবছরের ন্যায় এই বছরও একাদশীর দিন নরনারায়ন সেবা মানুষের মধ্যে করা হয় যেখানে প্রায় আশেপাশে 5 থেকে 6 গ্রাম এখানেই খিচুড়ি ভোগ বিতরন করা হয় এবারে খিচুড়ি ভোগ আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য বনভূমির কর্মদক্ষ পূজা মাড্ডি এছাড়াও পুজো উদ্যোক্তারা উপস্থিত ছিলেন ঈশ্বর পাশওয়ান রাম পারভেজ হাসান গণেশ বাউরি দীপেন বাউরি জেঠুর বাউরী দোমোহানি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাবলু হাঁসদা বিশিষ্ট সমাজসেবী সালিন্দা আসাদ।