বুলু চ্যাটার্জির দাদা মারা গেলেন
বেঙ্গল মিরর,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত, অক্টোবর ২৯, ২০২০: আসানসোলের বিশিষ্ট ব্যবসায়ী,সমাজকর্মী এবং অ্যাডভোকেট সুব্রত চ্যাটার্জী ওরফে বুলু দা-র বড় দাদা সমীর চ্যাটার্জী দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। গত কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। দুর্গাপুরের হাসপাতালে তার চিকিৎসা চলছিল। শিল্পাঞ্চলের ব্যবসায়ীরা তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি আসানসোল মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি সোমেন চ্যাটার্জির বাবাও ছিলেন।




সমীর চ্যাটার্জির মৃত্যুতে ক্রেডাই এর পক্ষে বিনোদ গুপ্ত, শচীন রায়, সোমনাথ বিশওয়াল, হরি নারায়ণ আগরওয়াল, ভগবতী আগরওয়াল, আসানসোল চেম্বার অফ কমার্সের নরেশ আগরওয়াল, সুব্রত দত্ত, শোভন নারায়ন বসু,শম্ভু নাথ ঝা, ওম বাগরীয়া, মার্চেন্ট চেম্বারের নিখিলেশ উপাধ্যায়, স্বাত্তিক লাল, মহাবীর শর্মা, মনদীপ সিং, পশ্চিম বর্ধমান জেলা চেম্বারের ভি কে ঢাল, জগদীশ বাগড়ী, রানীগঞ্জ চেম্বারের সন্দীপ ভালোটিয়া, জামুরিয়া চেম্বারের অজয় খৈতান প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।