ASANSOLASANSOL-BURNPURBengali NewsDURGAPURKULTI-BARAKARRANIGANJ-JAMURIA

Local Train চালুর দাবিতে ডিআরএম অফিসে বিক্ষোভ

রেলওয়ে হকার্স একতা সমিতির বিক্ষোভ

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৯ অক্টোবরঃ লোকাল ট্রেন ( local train)চালুর দাবিতে বৃহস্পতিবার আসানসোলের ডিআরএম অফিসে বিক্ষোভ দেখালো আসানসোল রেলওয়ে হকার্স একতা সমিতি। এদিন সকালে বেশকিছু হকার আসানসোল রেলওয়ে হকার্স একতা সমিতির ব্যানার নিয়ে আসানসোলে ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখানো শুরু করেন।

একতা সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, অবিলম্বে লোকাল বা প্যাসেঞ্জার ট্রেন চালু করা হোক। প্যাসেঞ্জার ট্রেন চালু না হওয়ায় হাজার পাঁচেক হকার ও তাদের পরিবার খুব কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। এছাড়াও অনেক মানুষ প্যাসেঞ্জার ট্রেন চালু না হওয়ায় সমস্যায় পড়েছেন। এক্সপ্রেস ট্রেন চললে, প্যাসেঞ্জার ট্রেন কেন চলবে না? এছাড়াও হকার্স একতা সমিতির তরফে বলা হয়েছে, আসানসোল ডিভিশনে ট্রেনে ও প্ল্যাটফর্মে হকারদের হকারি করতে দিতে হবে। পাশাপাশি আরপিএফের অত্যাচার বন্ধ করতে হবে।


অন্যদিকে, রেলের তরফে বলা হয়েছে, প্যাসেঞ্জার ট্রেন চালুর ব্যাপারে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Leave a Reply