বাসস্ট্যান্ডে জিটি রোডে মৃতদেহ রেখে বিক্ষোভ
বেঙ্গল মিরর, দীপ রঞ্জন ব্যানার্জী,বারাকর: বরাকর বাসস্ট্যান্ডে জিটি রোডে মৃতদেহ রেখে বিক্ষোভ স্থানীয়রা। শুক্রবার বরাকর বেগুনিয়া চাষা পাড়ার বাসিন্দা পাখি পাত্র বয়স কুড়ি। সেদিন তার স্কুটি করে বাড়ি 2 বাচ্চাকে নিয়ে বেড়াতে বেরিয়ে ছিল সেই সময় বরাকর থেকে আসানসোল যাবার পথে মিনিবাসটি পেছন থেকে স্কুটি কে ধাক্কা মারে। ঘটনাস্থলে সেই যুবতী গুরুতর আহত হয়। ঘটনাটি ঘটে বরাকর হনুমান চড়ায় এ,বাচ্চা দুটির হালকা চোট লাগে।সেই যুবতীকে প্রথমে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে রেফার করে দেয়া হয় দুর্গাপুর একটি বেসরকারি হাসপাতালে ।
আজ সেই যুবতী পাখি পাত্র মৃত বলে ঘোষণা করা হয়। সেই মৃতদেহটিকে ময়না তদন্ত করার পর স্থানীয়রা বরাকর বাসস্ট্যান্ডে নিয়ে গিয়ে প্রায় এক ঘন্টা জি টি রোড অবরোধ করে। পরে স্থানীয় পুলিশ এসে আশ্বাস দিলে পথ অবরোধ উঠে যায়। তাদের দাবি যেভাবে মিনিবাস গুলি দৌরাত্ম্য বাড়ছে এবং তাই এখানে কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে । অবিলম্বে তাদের কে শাস্তি দিতে হবে। পুলিশ সেদিন মিনি বাসটি আটক করলেও বাসের ড্রাইভার খালাসী পলাতক।