ASANSOL

টোটো থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, দুই মহিলা সহ ধৃত তিন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আবারও গাঁজা উদ্ধার হলো আসানসোল উত্তর থানা এলাকা থেকে। বৃহস্পতিবার দুপুরে আসানসোলে উত্তর থানার পুলিশ আসানসোলের কল্যানপুর হাউসিং এলাকা পশ্চিম বর্ধমান জেলা লেবার কমিশনার অফিসের সামনে রাস্তায় একটি টোটো থেকে উদ্ধার করে প্রায় ২৪ কেজি গাঁজা। গ্রেফতার করা হয় দুই মহিলা ও টোটো চালককে। শুক্রবার ধৃত তিন
জনকে আসানসোল জেলা আদালতে তোলা হবে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে দুই মহিলা বীরভূমের বাসিন্দা। ধৃত টোটো চালকের বাড়ি আসানসোলে। এই গাঁজা উড়িষ্যার থেকে আনা হয়েছিলো।
প্রাথমিক ভাবে ধৃতদের জেরা করে জানতে পারে যে, উড়িষ্যার এই গাঁজা পুরুলিয়া থেকে আসানসোলের কুলটি থানার নিয়ামতপুরে আনা হয়। পরে তা টোটো করে আসানসোলে এনে বীরভূমে পাচার করার পরিকল্পনা নিয়েছিলো পাচারকারীরা। কিন্তু আসানসোলের কল্যানপুর হাউজিং এলাকা দিয়ে প্যাকেট করে টোটোয় নিয়ে যাওয়ার সময় আসানসোল উত্তর থানার পুলিশ গোপনে তা জানতে পারে। সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিকরা ঐ এলাকায় গিয়ে টোটো আটক করে, তল্লাশি করে ঐ গাঁজা উদ্ধার করে।

Leave a Reply