বার্নপুর থেকে রক্তদানের হল সূচনা
বেঙ্গল মিরর, বার্নপুর ::আসানসোল পৌরনিগমের উদ্যোগে বরো ভিত্তিক রক্তদান শিবিরের (Blood Donation Camp) এর আজ শুভ সূচনা হলো ৭ নম্বর বরো থেকে।
এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন আসানসোল পৌরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য অশোক রুদ্র মহাশয়।
৬১ জন রক্তদাতা এই শিবিরে রক্ত দান করেন।




উল্লেখযোগ্য যে জেলায় রক্ত সংকট দূর করার জন্য আসানসোল পুরো নিগমের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে প্রত্যেক বছর একটা করে রক্তদান শিবিরের আয়োজন করা হবে তারই প্রথম রক্তদান আজকে হলো।
এখানে উপস্থিত ছিলেন প্রশাসক মন্ডলীর সদস্য অঞ্জনা শর্মা সমাজসেবী প্রবেশদ্বার প্রাক্তন কাউন্সিলার সন্ধ্যা দাস অমিত মাজি মমতা মণ্ডল প্রমূখ।