২০২১ এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে : মুকুল
৫ নভেম্বর বাঁকুড়া সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী
বেঙ্গল মিরর,বাঁকুড়াঃ ‘বাংলায় আইনের শাসন নেই, ২০২১ এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে । আইন শৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে পড়েছে’। দলের অন্যান্য শীর্ষ নেতৃত্বের সূরেই সূর মেলালেন বিজেপির অন্যতম সহ সভাপতি মুকুল রায়।
আগামী ৫ নভেম্বর বাঁকুড়া সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্। তাঁর সফরের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে জেলা শহরে এসে পৌঁছান মুকুল রায়। তখনই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন।
একই সঙ্গে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা এভাবে কিছুই বলতে পারিনা। বিষয়টি মানুষ ঠিক করবেন। তবে বিজেপি মনে করে রাজ্যে ‘আইনের শাসন নেই’ বলেই তিনি জানান।
যারা মানুষের উপকার করতে চায় প্রত্যেককেই স্বাগত
এই মুহূর্তে বহু চর্চিত রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান নিয়ে যে চর্চা চলছে সেবিষয়ে সাংবাদিকদের তরফে মুকুল রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিজেপি হলো পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল’। এরপরেই নিজের প্রসঙ্গ টেনে বলেন, আমিও তৃণমূলে ছিলাম। প্রায় সাড়ে তিন-চার বছর হলো বিজেপিতে যোগ দিয়েছি, দল সম্মান দিয়েছে, কাজ করার সুযোগ দিয়েছে,
এই মুহূর্তে আমি দলের সহ সভাপতি। এরপরেই শুভেন্দু অধিকারীর নাম না করে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মুকুল রায়। বলেন, ‘যারা মানুষের উপকার করতে চায় প্রত্যেককেই স্বাগত’। তবে ২০২১ এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে, দৃঢ়তার সঙ্গে জানাতে ভোলেননি বর্ষীয়ান এই বিজেপি নেতা।