করোনা সংক্রমণ আটকাতে পরিকল্পনা আসানসোল পুরনিগমের
সপ্তাহব্যাপী স্যানিটাইজেশনের সূচনায় মন্ত্রী, পুর প্রশাসক, জেলাশাসক ও পুলিশ কমিশনার
বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১ নভেম্বরঃ সদ্য শেষ হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গাপুজো। এমন অবস্থায় করোনা সংক্রমণ বাড়তে পারে, এমন আশঙ্কায় সপ্তাহব্যাপী সম্পুর্ণ জীবাণুমুক্তকরণ কর্মসূচি বা স্যানিটাইজেশনের পরিকল্পনা নিলো আসানসোল পুরনিগম। রবিবার সকালে সেই পরিকল্পনা সূচনা উপলক্ষে আসানসোল পুরনিগম ভবনের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেখানে এক সপ্তাহব্যাপী স্যানিটাইজেশন পরিকল্পনা সূচনা করেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পুরনিগমের প্রশাসক জিতেন্দ্র তেওয়ারি, পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি, আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ জৈন ও আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়।
পুর প্রশাসক বলেন, পুর এলাকায় সপ্তাহব্যাপী স্যানিটাইজেশন আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে। তারজন্য একটা মাস্টার প্ল্যানও তৈরী করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন আসানসোল পুরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য অমরনাথ চট্টোপাধ্যায়, অশোক রুদ্র, অঞ্জনা শর্মা, দিব্যেন্দু ভগৎ সহ অন্যান্যরা।