Bengali NewsLatestNewsPolitics

অশোক রুদ্র পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব

প্রতি সোমবার বসবেন রাজ্য তৃণমূল ভবনে

বেঙ্গল মিরর, কলকাতা সৌরদীপ্ত সেনগুপ্ত :
কিছুদিন আগেই আসানসোল করপোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের মেম্বার মনোনীত হয়েছেন আসানসোল শিল্পাঞ্চলের ভূমিপুত্র এবং তৃণমূল রাজ্য নেতা অশোক রুদ্র। আজ তিনি কলকাতায় আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। তৃণমূলের রাজ্য সদর কার্যালয় তৃণমূল ভবনে রাজ্যের শিক্ষক নেতা ও আসানসোলের ভূমিপুত্র অশোক রুদ্র প্রতি সোমবার দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বসবেন।


মূলত: এই সিদ্ধান্ত তৃণমূল স্তরে তৃণমূল কর্মীদের সাথে মিলেমিশে দলের কাজকর্ম করার জন্যই নেওয়া হলো বলে ওয়াকিবহাল মহল মনে করছে।
এদিকে প্রতি সোমবার কলকাতায় তৃণমূল ভবনে সকাল ১১ টা থেকে দুপুর দুটো পর্যন্ত কার্যালয়ে বসবেন বৈশন্নর চট্টোপাধ্যায়, রতন দে, সন্দীপ বক্সী।

নিম্নে সপ্তাহের অন্যান্য দিনের সময়পঞ্জি এবং কারা কোন সময় বসবেন অফিসে তা দেওয়া হল :

মঙ্গলবার
সকাল ১১ টা- দুপুর ২টা : দোলা সেন

দুপুর ২ টো – বিকেল ৫ টা :
ওয়াজুল হক

বুধবার
সকাল ১১ টা- দুপুর ২টা :
বৈশন্নর চট্টোপাধ্যায়, রতন দে, সন্দীপ বক্সী।

দুপুর ২ টো – বিকেল ৫ টা : মদন মিত্র

বৃহস্পতিবার

সকাল ১১ টা- দুপুর ২টা :
সিদ্দিকুল্লা চৌধুরী, হাজী শেখ নুরুল ইসলাম

দুপুর ২ টো – বিকেল ৫ টা :
তৃণাঙ্কুর ভট্টাচার্য

শুক্রবার

সকাল ১১ টা- দুপুর ২টা : দোলা সেন
দুপুর ২ টো – বিকেল ৫ টা :
ড: শান্তনু সেন

শনিবার

সকাল ১১ টা- দুপুর ২টা:
ওমপ্রকাশ মিশ্র, দিব্যেন্দু মুখার্জী

দুপুর ২ টো – বিকেল ৫ টা :
তৃণমূল মহিলা কংগ্রেস এর পক্ষে চন্দ্রিমা ভট্টাচার্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *