বেসরকারী নার্সিংহোমের পাশে সদ্যোজাত শিশুর দেহ
বেঙ্গল মিরর, রানীগঞ্জ : রানীগঞ্জের 60 নম্বর জাতীয় সড়কের সিয়াড়সোলে একটি বেসরকারী নার্সিংহোমের পাশে একটি সদ্যোজাত শিশুর দেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ঐ বাচ্চার দেহটিকে কুকুরে নিয়ে টানাটানি করছিল। সেটি দেখতে পাবার পর স্থানীয়রা পাঞ্জাবীমোড় ফাঁড়িতে খবর দেয়, পরে পাঞ্জাবীমোড় ফাঁড়ির পুলিশ এসে বাচ্চাটির দেহটি উদ্ধার করে নিয়ে যায়।