Burnpur শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার


বেঙ্গল মিরর, বার্নপুর, বিজু মন্ডল ঃ আসানসোলের হিরাপুর থানার সাতাগ্রামে এক শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম বুদ্ধদেব সমাদ্দার। হিরাপুর দক্ষিণপাড়া ফ্রি প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। এমনকি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের প্রাইমারি শিক্ষক সংগঠনের কার্যকরী সভাপতিও ছিলেন। জানা গিয়েছে, এদিন বার্নপুরের সাতাগ্রামে বাড়ির ভেতর থেকে ওই শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।এলাকাবাসীর অনুমান পারিবারিক অশান্তির কারনেই সে আত্মঘাতী হয়েছে।খবর পেয়ে জেলা হাসপাতালে আসেন ADDA এর চেয়ারম্যান তাপস ব্যানার্জি।তিনি পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
