ASANSOLASANSOL-BURNPURNews

অর্ণব কে গ্রেপ্তার ও দুর্ব্যবহারের বিরুদ্ধে আসানসোলে সাংবাদিকদের প্রতিবাদ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
মুম্বাইয়ের টিভি সাংবাদিক অর্ণব গোস্বামীর মুম্বাই পুলিশ কর্তৃক খারাপ আচরণ ও গ্রেপ্তারের বিরুদ্ধে রাস্তায় বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিকরা পশ্চিমবঙ্গের আসানসোলে বিএনআর মোড়ের কাছে রাস্তায় রবীন্দ্রভবনের সামনে কালো ব্যাজ পরে প্রতিবাদ প্রদর্শন করেন। সাংবাদিকরা আরও বলেন, মুম্বই পুলিশ অর্নবকে খারাপ আচরণ ও গ্রেপ্তারের ফলে মুম্বাই পুলিশ নয়, মহারাষ্ট্র সরকারের কাজ নিয়েও অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে। তাদের গৃহীত পদক্ষেপের কারণে আজ দেশের চতুর্থ স্তম্ভও হুমকির মুখে পড়েছে এবং বাস্তবিকভাবে সংবাদ মাধ্যমের স্বাধীনতা এখন হুমকির মুখে।


মুম্বই পুলিশ এই আচরন সমর্থন যোগ্য নয়। রিপাবলিক টিভি এবং অর্ণব গোস্বামী কর্তৃক পাওনা পরিশোধ না করায় একজন আর্কিটেক্ট এবং তার মা আত্মহত্যা করেছিলেন বলে অভিযোগ।


বস্তুত উল্লেখ্য, এই বছরের মে মাসে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ স্থপতি অন্বেয় নায়েকের কন্যা আদন্যা নায়েকের নতুন অভিযোগের ভিত্তিতে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

দেশমুখ বলেন যে, আদন্যা অভিযোগ করেন যে আলিবাগ বকেয়া পরিশোধ না করায় গোস্বামীর চ্যানেলটির বিরুদ্ধে পুলিশ
তদন্ত করেনি। তিনি দাবি করেন যে এই কারণেই তাঁর পিতা এবং ঠাকুমা ২০১৮ সালের মে মাসে আত্মহত্যা করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *