ASANSOLASANSOL-BURNPURBARABANI-SALANPUR-CHITTARANJANBengali NewsKULTI-BARAKARLatestNewsPANDESWAR-ANDALPoliticsRANIGANJ-JAMURIA

বাংলার জনগণকে ভয় দেখাচ্ছেন অমিত শাহ : জিতেন্দ্র তিওয়ারি

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
তৃণমূল কংগ্রেস পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর প্রসঙ্গে একটি সংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি বলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী যখন বাংলার মানুষকে ভয় দেখাচ্ছেন।

Press conference of tmc ভয় দেখাচ্ছেন অমিত শাহ

যেখানে পাকিস্তান এবং চীনকে ভয় দরকার সেই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার দল কিছুই করতে পারছে না। এমনকি বাংলায়ও তারা কিছু করতে পারবে না।বাংলার ভূমি বিপ্লবীদের ইতিহাস বহন করছে।

তিনি বলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী ও তার দল বাংলার সংস্কৃতি ও সভ্যতা জানেন না। তাই এখানে তারা বলেন যে দিদি মৃত্যুর ঘন্টা বেজে গিয়েছে। আসলে পুরো দেশের মৃত্যুর ঘন্টা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বাজিয়ে দিয়েছেন যখন তিনি বিদেশ থেকে করোনা ভাইরাস নিয়ে এসে ভারতে নিয়ে এসে ঘন্টা বাজাতে বলেছিলেন, এর পরে, পুরো দেশে কত লোক মারা গিয়েছিল এবং এখনও মৃত্যু মিছিল জারি রয়েছে।

জিতেন্দ্র তিওয়ারি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই দিদি বলেন ফলে দিদি এবং ভাইয়ের মধ্যে কী সম্পর্ক থাকে, তা অমিত শাহকে জানা উচিত। যদিও অমিত জি দিদির মৃত্যু ঘণ্টা বাজানোর কথা বলছেন , কিন্তু দিদি কখনও কারও ক্ষতি বা অনিষ্ট করতে চান না এবং সবার কল্যাণ করতে চান।

ওই সাংবাদিক বৈঠকে জেলার কো অর্ডিনেটর হরে রাম সিং এবং বিশ্বনাথ পড়িয়াল উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *