ASANSOL

স্কুলে চুরির ঘটনা; তদন্তে আসানসোল দক্ষিণ থানার পুলিশ :

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল এনএস রোড এলাকার স্কুল থেকে চুরি। শুক্রবার ভোরে ৫ টার আসানসোল দক্ষিণথানার অধীন এনএস রোডের শিশু ভারতী বিদ্যা মন্দির বালিকা উচ্চ বিদ্যালয়ে অপরাধীরা বেশ কয়েক হাজার টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।

শুক্রবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিতা সরকার ও অন্যান্য শিক্ষক বিদ্যালয়ে পৌঁছালে ঘটনা প্রকাশ্যে আসে। অনিতা সরকার জানান, মধ্যাহ্নভোজী পাত্র, ইনভার্টার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চোরেরা পালিয়ে গেছে। একই সঙ্গে তিনি বলেন যে স্কুলের অন্যান্য শ্রেণিকক্ষের তালাও ভাঙ্গা হয়েছে।

তথ্য পেয়ে স্থানীয় প্রাক্তন কাউন্সিলর উমা সরফ ঘটনাস্থলে ছিলেন। তাঁর সাথে ছিলেন তাঁর সহকর্মী মুকেশ শর্মা, বিমল জালান, জিতু সিং, রাজীব পা প্রমুখ। আসানসোল দক্ষিণ থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মামলাটির তদন্ত শুরু করেছে।

স্থানীয় বাসিন্দা আনন্দ পারিক, রবিন আগরওয়াল এবং রাজেশ সিং ঘটনাস্থলে পৌঁছন। বিষয়টি এখন ওই এলাকায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, শীতজনিত কারণে চোররা সক্রিয় হয়ে ওঠে। পুলিশকে স্কুলের জিনিসপত্র উদ্ধার করতে হবে এবং চোরদের ধরতে হবে। যাতে এই অঞ্চলে চোররা আবার না সক্রিয় হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *