NewsPoliticsWest Bengal

নতুন করে শক্তি নিয়ে যাচ্ছি”, দক্ষিণেশ্বর মন্দিরের ভিজ়িটর্স বুকে লিখলেন স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ

By Souradipto sengupta

বেঙ্গল মিরর, কলকাতা: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় দুদিনের সফরে এসে দ্বিতীয় দিনে শুরুতে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পুজো দেন ।
আজ অমিত শাহ-র সফরকে ঘিরে সকাল থেকেই গোটা মন্দির চত্বরকে কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছিল।

দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পর ভিজ়িটর্স বুকে তিনি লেখেন, ” আজ দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের আশীর্বাদ নিয়েছি । দেশের উপর সবসময় মায়ের আশীর্বাদ রয়েছে । ঠাকুর রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দের কৃপাদৃষ্টি রয়েছে এই পবিত্রস্থানে । আমি এখান থেকে নতুন করে শক্তি নিয়ে যাচ্ছি ।”

তিনি ধন্যবাদ দেন দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষকে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “বাংলার এই ভূমি পবিত্র ভূমি । বাংলার হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনতে হবে ।”
এছাড়া বাংলার আধ্যাত্মিক গরিমার কথাও বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ।


দক্ষিণেশ্বর মন্দিরে অমিত শাহের সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা মুকুল রায়, রাহুল সিনহা প্রমুখ। মন্দিরে বরণ করে নেন রাজ্য বিজেপি মহিলা মোর্চা প্রেসিডেন্ট অগ্নিমিত্রা পল এবং মহিলা মোর্চার সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *