রাজ্যে ১৮৭ জন প্রশাসনিক আধিকারিকের রদবদল
বেঙ্গল মিরর,সৌরদীপ্ত সেনগুপ্ত :
রাজ্যে ভারী রদবদল ১৮৭ প্রশাসনিক আধিকারিকের। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে প্রশাসনিক আধিকারিকদের বদলির পর্ব চলছে। শীর্ষ প্রশাসনিক স্তরের আধিকারিকদের, পুলিশ আধিকারিকদের বদলির পরে, রাজ্য প্রশাসনিক পরিষেবার ১৮৭ জন আধিকারিকদের বদলির জন্য নির্দেশ জারি করা হয়েছে। রাজ্যের প্রায় সব জেলায় ব্লক স্তরের আধিকারিকদের পরিবর্তন করা হয়েছে।









কাকে জেলা থেকে কোথায় বদলি করা হল সেই তালিকা দেখুন














