ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANPANDESWAR-ANDALPolitics

বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে ধিক্কার সমাবেশ

পুরো দেশের মৃত্যুর ঘন্টা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বাজিয়ে দিয়েছেন

বেঙ্গল মিরর, দীপ রঞ্জন ব্যানার্জী, পান্ডেশ্বর ঃ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ পশ্চিম বর্দ্ধমান জেলার বিভিন্ন ব্লকে বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। পান্ডেশ্বরের ব্লকের পক্ষ থেকে বহূলায় ধিক্কার সভার আয়োজন করা হয়।

এই সভায় বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী যখন বাংলার মানুষকে ভয় দেখাচ্ছেন।যেখানে পাকিস্তান এবং চীনকে ভয় দরকার সেই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার দল কিছুই করতে পারছে না। তিনি বলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী ও তার দল বাংলার সংস্কৃতি ও সভ্যতা জানেন না।

তাই এখানে তারা বলেন যে দিদি মৃত্যুর ঘন্টা বেজে গিয়েছে। আসলে পুরো দেশের মৃত্যুর ঘন্টা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বাজিয়ে দিয়েছেন যখন তিনি বিদেশ থেকে করোনা ভাইরাস নিয়ে এসে ভারতে নিয়ে এসে ঘন্টা বাজাতে বলেছিলেন, এর পরে, পুরো দেশে কত লোক মারা গিয়েছিল এবং এখনও মৃত্যু মিছিল জারি রয়েছে।

বারাবনি থেকে মনোজ শর্মা রিপোর্ট

বারাবনি ব্লকের জাম গ্রাম পঞ্চায়েতের শিব মন্দির মাঠে তৃণমূলের পক্ষ থেকে আজ একটি প্রকাশ্য সমাবেশ হয়ে গেল কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি বিরুদ্ধে এক হওয়ার আহ্বান জানান

প্রধান বক্তা ছিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় এমএলএ বারাবনি এছাড়া উপস্থিত ছিলেন। বারাবনি ব্লক প্রেসিডেন্ট অসিত সিং,
বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউরী সহ-সভাপতি সুকুমার সাধু পশ্চিম বর্ধমান বনভূমির কর্মদক্ষ পূজা মাড্ডি 8 টি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *