দুর্গাপুর থানার পুলিশ উদ্ধার করে সাতটি মোটরসাইকেল।
বেঙ্গল মিরর, দুর্গাপুর, সৌরদীপ্ত সেনগুপ্ত : দুর্গাপুজোর সময় মোটরসাইকেল চুরির ঘটনা পশ্চিম বর্ধমান জেলায় বিভিন্ন থানায় নথিভূক্ত হচ্ছিল। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানার পুলিশ তদন্তে নামে।




তদন্ত করতে নেমে গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর অধীন দুর্গাপুর থানার পুলিশ পাশের জেলা বাঁকুড়ার বিভিন্ন জায়গা থেকে সাতটি মোটরসাইকেল উদ্ধার করে এবং চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।