ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANLatestNews

সালানপুর চার সাইবার অপরাধী গ্রেফতার

বড় সাফল্য পেলো সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১২ নভেম্বরঃ গোপন সূত্রে খবর পেয়ে চার জন সাইবার অপরাধীকে গ্রেফতার করলো আসানসোলের সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ। একইসঙ্গে এই প্রথম সাইবারের মতো অপরাধের সঙ্গে নাম জড়িয়ে গেল সালানপুর থানার ফুলবেড়িয়া গ্রামের যুবকদের নাম।


জানা গেছে, বুধবার রাত সাড়ে আটটা নাগাদ রূপনারায়ণপুর ঝাড়খন্ড রোডের নাকা পয়েন্ট থেকে চার জন সাইবার অপরাধীকে একটি মারুতি অল্টো গাড়ি সহ গ্রেফতার করে পুলিশ। ধৃত চার জনের মধ্যে মূল চাঁই অভিজিৎ দাসের বাড়ি ঝাড়খণ্ডের জামতাড়া সংলগ্ন নারায়নপুর বাজারে। সালানপুর থানার ফুলবেড়িয়া গ্রামের শুভ দাস ও জয় দাস তারই সঙ্গে পুলিশের হাতে ধরা পড়েছে। এছাড়াও সালানপুর এরিয়ার ডাবর কোলিয়ারি কলোনির বাসিন্দা গাড়ি চালক রাজেশ তুরিকেও পুলিশ এদিন ধরেছে।


পুলিশ ধৃতদের কাছ থেকে নগদ ৭৫ হাজার টাকা ,পাঁচটি এটিএম কার্ড ও ৬টি সিম সহ তিনটি মোবাইল বাজেয়াপ্ত করেছে।
এদিন রাতে গোপন সূত্রের খবরে পুলিশ জানতে পারে অভিজিৎ ও তার সঙ্গী টাকা তুলে ঝাড়খন্ড রোড হয়ে জামতাড়ার দিকে যাবে। সেই মতো রূপনারায়নপুর ফাঁড়ির ইনচার্জ সিকান্দার আলম ও সালানপুর থানার আইসি পবিত্র কুমার গাঙ্গুলি পুলিশ নিয়ে ছক পেতে নাকা পয়েন্টে থেকে তাদেরকে গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির বিভিন্ন ধারায় সালানপুর থানায় মামলা করা হয়েছে । বৃহস্পতিবার সকালে ধৃতদের আসানসোল জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নাকচ করে ২ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *