ASANSOLASANSOL-BURNPURधर्म-अध्यात्म

Burnpur : ইয়ংমেন্স অ্যাসোসিয়েশনের কালীপুজোর উদ্বোধন

তিন বছর পর কালীপুজোর এবারের থিম উৎসব


বেঙ্গল মিরর, বার্নপুর : রামবাঁধ ইয়ংমেন্স অ্যাসোসিয়েশন লাগাতার তিন বছর কালীপুজোর বড় আয়োজন না হওয়ার ফলে কেবল বার্নপুর অঞ্চলই নয় দূর দূরান্তের মানুষের মধ্যেও হতাশার সঞ্চার হয়েছিল। ইয়ংমেন্স অ্যাসোসিয়েশনের কালীপুজোর উদ্বোধন করলেন রিতেন বসাক ও ডা মনীষ ঝা । এবার ইয়ংম্যানস কালীপূজা প্যান্ডেলটি উত্সবটির মূল থিমকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ।

কালীপুজার প্যান্ডেলের জন্য ইয়ংমেন্স অ্যাসোসিয়েশনের কালীপুজোর প্রধান সংগঠক রিতেন বসাক জানান এবার পুজোর সমস্ত দায়িত্ব মহিলারা সামলাছেন, এর নেতৃত্ব দিছেন সোমা বসাক, তিনি বলেন যে ২০১৭,২০১৮ এবং ২০১৯-তে কোনও কোনও কারণে পূজা প্যান্ডেল তৈরি করা যায়নি। তবে পূজা হয়েছিল। তবে এবার মায়ের শুভেচ্ছায় আবারো এক বড় করে কালীপুজোর আয়োজন করা হচ্ছে।

কোথাও চাঁদা বা অনুদান সংগ্রহ করা হবে না। তিনি বলেন যে করোনার পরিপ্রেক্ষিতে প্রতিটি সরকারী নির্দেশ মেনে পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছে । কালী পূজা প্যান্ডেলের থিম উত্সব রাখা আছে। প্যান্ডেল গ্রাম এবং মডেল, হস্তশিল্প পাশাপাশি পুতুল ইত্যাদি দিয়ে সজ্জিত করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *