GeneralNationalNews

সুপ্রিম কোর্টের প্রতি কৃতজ্ঞ, এটা দেশবাসীর জয়’ অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত হয়ে বললেন অর্ণব

BY Souradipto Sengupta

বেঙ্গল মিরর, কলকাতা : সুপ্রিম কোর্টের নির্দেশে বুধবার অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত হন সাংবাদিক অর্ণব গোস্বামী। এদিন সন্ধ্যায় মু্ম্বইয়ের তলোজা জেল থেকে ছাড়া ভিকট্রি সাইন দেখালেন অর্ণব।অর্ণবকে দেখতে রাস্তার দু’পাশে ভিড় জমে যায়। সাংবাদিকদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।গাড়িতে দাঁড়িয়ে তিনি বলেন, ‘‘আমি সুপ্রিম কোর্টের প্রতি কৃতজ্ঞ। এটা দেশবাসীর জয়। বন্দেমাতরম। ভারতমাতা কি জয়।’

বম্বে হাইকোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন নাকচ হওয়ার পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী। বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে জামিনের আবেদনের শুনানি হয়।
অর্ণবের আইনজীবী হরিশ সালভে এদিন শুনানি চলাকালীন বলেন, ‘‘অবশ্যই অপরাধের প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ আচরণ থাকতে হবে। মহারাষ্ট্রে যদি কোনও ব্যক্তি আত্মহত্যা করেন এবং সরকারকে দোষী করেন, তাহলে কি মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হবে? কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তার বিস্তারিত দিক খুঁজে বের করতে হবে।’’ শুনানি শেষে বিচারপতি ধৃত তিনজনের জামিনের আবেদন মঞ্জুর করে। ব্যক্তিগত ৫০ হাজার টাকার বন্ডে তাঁদের জামিন মঞ্জুর করা হয়।

এদিন জামিন আবেদনের শুনানিতে মহারাষ্ট্র সরকারকেও ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত। বিচারপতিরা বলেন, ‘‘ব্যক্তিগতভাবে কাউকে নিশানা করা যায় না। রাজ্য সরকারের আলাদা মতামত থাকতেই পারে। রাজ্য সরকার কাউকে ব্যক্তিগত আক্রমণ করলে তাদের মনে রাখতে হবে ব্যক্তি স্বাধীনতা রক্ষা করতে দেশে সর্বোচ্চ আদালত রয়েছে।’’ উল্লেখ্য, ২০১৮-র একটি আত্মহত্যার মামলায় গ্রেফতার করা হয় রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে। আত্মহত্যার ঘটনায় তাঁর বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *