আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালেন মন্ত্রি মলয় ঘটক
বেঙ্গল মিরর, আসানসোল : শনিবার রাতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেছিল দশটি ঝুপড়ি বাড়ি সহ বেশ কিছু দোকান। আজ সেই এলাকা পরিদর্শন করলেন ও আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলোর পাশে দাঁড়ালেন রাজ্যের আইন মন্ত্রি মলয় ঘটক। গতকাল তপসীবাবা আশ্রম এর কাছে রাতে বিধ্বংসী আগুন ছাই হয়ে গেছিল একটি বস্তি। যেখানে প্রায় দশটি দোকান ও বাড়ি পুড়ে যায়। এলাকা পরিদর্শন করেন মন্ত্রী মলয় ঘটক। মলয় ঘটক জানিয়েছেন সরকারিভাবে যতটা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব তা দেওয়া হবে। পাশাপাশি আর্থিক সাহায্য করার বিষয়টি নিয়েও ভাবা হচ্ছে।